প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে উত্তাল গোটা দেশ। অভিনেতার মৃত্যুর পর কেটে গেছে নয় দিন, তবুও সোশ্যাল মিডিয়ায় কিছুতেই থামছে না বিতর্কের ঝড়। স্বজনপ্রীতির অভিযোগ এনে বলিউডের একাংশের দিকে তোপ দেগেছেন অনেকেই। তবে সবচেয়ে বেশি অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে। আর সেকারণে গেল কয়েকদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই প্রযোজক-পরিচালক।
এবার জানা গেল, বিতর্কের কারণে বন্ধ হতে চলেছে ভারতীয় জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’। সোশ্যাল মিডিয়া জুড়ে বিক্ষোভের জেরে সিজন-৭ এর বন্ধ রাখার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা৷ কারণ দর্শকের প্রতি দায়বদ্ধ তারা। তাই এই সময়ে আবার যদি করণের শো শুরু হয় তাহলে দর্শকদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। এমনকি, আবারও ট্রোলড হতে পারেন শোয়ের হোস্ট করণ জোহর। এই আশঙ্কা থেকেই সিজন-৭ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এছাড়াও বর্তমান সঙ্কটের কারণে অধিকাংশ তারকারাই শুটিং করতে চাইছেন না। পাশাপাশি বলিউডে স্বজনপোষণের যে ঝড় বইছে, সেই আগুনে ঘি ঢালতে চাইছেন না কেউই। আর সেকারণেই পরবর্তীতে নতুন কোনো সিজন আসবে কিনা সেটিও ভেবে দেখছেন চ্যানেল কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।