প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক অভিযোগের তীর বলিউডের অজানা সব সত্যের দিকে। সিনেদুনিয়া তো বটেই, সম্প্রতি মিউজিক ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতি নিয়ে সরব হয়েছেন সোনু নিগম। এবার তার সঙ্গে সুর মিলিয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।
মোনালি ঠাকুরের দাবি, মিউজিক ইন্ডাস্ট্রি এখন মাফিয়াদের হাতে চলে গিয়েছে। কাজের বিনিময়ে কেউই সময় মতো হাতে টাকা পান না। ইন্ডাস্ট্রির বর্তমান পরিবেশ এখন তার মোটেও ভালো লাগে না। এমনকি, পরবর্তীতে বলিউডের কোনো সিনেমায় গান গাওয়ার সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
শিল্পীদের প্রাপ্য পাওনা কখনোই দেওয়া হয় না। যখন কোনও শিল্পী সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন, তখন জোর করেই ওই শিল্পীর ৫০ থেকে ৮০ শতাংশ টাকা সংস্থা নিয়ে নেন। তাদের মতে, এটা নাকি সংস্থার রয়্যালটি রাইটস। যোগ করে বলেন মোনালি।
তিনি আরও বলেন, কোনও সিনেমায় গান গাইলে তার পারিশ্রমিক কবে দেওয়া হবে সেটির ঠিক ঠিকানা নেই। এমনকি শিল্পী নিজের উদ্যোগে কোনো এ্যালবাম বের করলে তার সমস্ত চুক্তি কেড়ে নেওয়া হয়। টাকা দেওয়ার নামে লাইভ কনসার্ট করানো হলেও সেখান থেকে প্রাপ্য অর্থ দেওয়া হয় না। আর সেকারণেই এখন সব ধরনের চুক্তি থেকে নিজেকে সরে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।