প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। গেল ১৪ জুন বান্দ্রার কার্টার রোডের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে সেই কথা উল্লেখ থাকলেও, হঠাৎই এমন সিদ্ধান্তের কারণ ভাবাচ্ছে সবাইকে। ইতোমধ্যে অভিনেতার অপ্রকাশিত ব্যক্তিগত সামগ্রী হাতে পেয়েছে মুম্বাই পুলিশ।
জানা গিয়েছে, সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে তার নিজের হাত লেখা ৫টি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। এই ডায়েরিগুলো দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে। পাশাপাশি গত ১০ দিন ধরে তিনি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরকেও নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে।
এরই মধ্যে বলিউডের শীর্ষ ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, সেই কারণে কয়েকজন প্রভাবশালী অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের জবানবন্দি নেওয়া হবে?
'ছিছোড়ে'র পর বিগ বাজেটের ৭টি সিনেমা হাতছাড়া হয় সুশান্তের। সালমান খানের প্রযোজন সংস্থা সহ আরও ছয় প্রযোজক অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। কিন্তু কি কারণে চুক্তির পর তাকে এসব সিনেমা থেকে বাদ দেওয়া হলো তা নিয়েও জোর জল্পনা শুরু হয়ে গেছে।
এদিকে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খান, করণ জোহর, একতা কাপুর সহ ৮ জনের বিরুদ্ধে বিহারের মুজাফফরনগরে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। তবে মামলার বিষয়টি নিয়ে একতা কাপুর ব্যতীত অন্য তারকাদের কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।