প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'টারজান: দ্য ওয়ান্ডার কার' সিনেমা দিয়ে বি টাউনে পা রাখেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। এরপর বেশকিছু ব্লকবাস্টারে অভিনয় করে দর্শক জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। ২০০৯ সালে বিয়ে করে ৭ বছরের ক্যারিয়ারকে বিদায় জানান এই চিত্রতারকা। এসব খবর অনেকেরই জানা। তবে দীর্ঘদিন পর আবারও খবরের শিরোনামে উঠে এলেন আয়েশা টাকিয়া।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন আয়েশা। সেখানে তিনি কাজের জায়গায় বুলিইং এবং হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি লিখেছেন, 'আমি নিজেও অনেক ট্রোলিংয়ের শিকার হয়েছি এবং কাজের জায় বুলিইংয়ের মধ্য দিয়ে গিয়েছি। যদিও এই বিষয়ে তখন আমি কিছু বলিনি। কিন্তু এখন বলার সময় এসেছে। কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, অকর্মণ্য মনে করানোর চেষ্টা করে তাহলে সেসবের বিরুদ্ধে রুখে দাড়ান।'
এদিন কারও নাম উল্লেখ না করে তিনি লেখেন, 'বিশ্বাস করুন আপনি অসাধারণ, আপনি অনন্য। এই জায়গা আপনার জন্য তৈরী আর সেটার জন্য লড়াই করুন। আপনি উজ্জ্বল ও আলাদা। দয়া করে ওদের জিততে দিবেন না।
তিনি আরও লিখেছেন, 'জীবনে কঠিন মুহুর্ত আসবেই। তাতে হেরে গেলে চলবে না। ওই পরিস্থিতি থেকে সরে আসতে সময় লাগবে। কেউ যদি এই সমস্যায় পড়েন তাহলে আশেপাশের মানুষের কাছে যান, কথা বলুন। যে মানুষটি আপনার কথাটা শুনবে এবং বুঝবে।'
অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। এমন প্রতিবাদের জন্য নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।