Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজের অভাবে ট্যাক্সি চালাচ্ছেন বলিউড অভিনেতা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৩:৫৭ পিএম

রুপালি পর্দার আলো ঝলমলে দুনিয়ার সবাই এখন ব্যস্ত সুশান্তের আকস্মিক মৃত্যু রহস্যের সমাধানে। একাংশের দাবি, একাধিক সম্পর্কে জড়ানোর পর ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছেন। তবে বেশিরভাগ মানুষ বলছেন বলিপাড়ার নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণের শিকার হয়ে মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

সুশান্তকে নিয়ে যখন উত্তাল গোটা ভারত, ঠিক সেই মুহুর্তে সামনে এলো বলিউডের আরেক অভিনেতা কমল রেক্সওয়ালের দুর্দিনের কথা। গেল কয়েকবছর আগে মুম্বাইয়ে এসে অভিনেতার দৌড়ে নাম লিখিয়েছিলেন তিনি। যদিও সুশান্তের মতো ততটা সাফল্য পাননি। নিজের অবস্থান পাকাপোক্ত করতে এখনও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। কথা ছিলো ঋষি কাপুরের শেষ সিনেমাতে অভিনয় করবেন। কিন্তু এখন সেসব অতীত।

এদিকে আবার করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শুটিং বন্ধ রয়েছে। নতুন কোনও সিনেমা নেই। সবমিলিয়ে এখন বেঁচে থাকাটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সেকারণেই অভিনেতা সিদ্ধান্ত নেন ট্যাক্সি চালাবেন। এরপর থেকে দিল্লির বিভিন্ন রাস্তায় ট্যাক্সি চালাতে দেখা যায় তাকে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে কমল জানান, 'বর্তমান সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে কাজ নেই। বেকার হয়ে আছি, কি করব? বাঁচতে হলে কিছু তো একটা করতে হবে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্সি নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করি। এখান থেকে যা রোজগার হয় তা দিয়েই খরচ চলে যায়।' এমন খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা।



 

Show all comments
  • Sagor ১৮ জুন, ২০২০, ৭:৩০ পিএম says : 0
    Oni akdom thik kaj kortesen
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ আসাদুজ্জামান ২১ জুন, ২০২০, ১:৫৩ পিএম says : 0
    ভাই,আমিও এক গরীব অসহায় মানুষ।বাবার বসত ভিটা নদী ভাঙ্গার পরে এখন বাঁচারজন্য যুদ্ধ করে যাচ্ছি। টাকার অভাবে কোথাও একখন্ড় জমি কিনে মাথা ঘুজার জায়গা করতে পারিনি।তাই দেশের বিত্তশালী ভাইদের অনুরোধ করছি যদি পারেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।যোগাযোগের নাম্বার .....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ