Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের দিকে তাকিয়ে লড়ে গেছি: নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৯:৪৫ এএম

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বি টাউনে এখন তিনি বেশ জনপ্রিয়। তবে আজকের এই অবস্থানে আসতে কম কাঠখড় পোহাতে হয়নি তাকে। এরই মধ্যে বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন এই চিত্রতারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, 'আমি শুরু থেকেই কঠিন পরিশ্রমী ও লড়াকু মানসিকতার। আমি নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করিনি। বড় তারকা হওয়ার স্বপ্নও দেখি না। শুধুমাত্র আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আয় করি।'

তিনি আরও বলেন, 'গত ১০ বছরে আমি অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সেখান থেকে বেরিয়ে এসেছি। যদিও খুব সহজ ছিল না। তবে হ্যাঁ, একসময় আমিও মানসিক অবসাদে ভুগেছি, যখন আমার হাতে কাজ ছিল না। একজন মানুষ যখন বড় বড় স্বপ্ন দেখেন ঠিক তখনই অবসাদে ভোগেন!'

নিজের মানসিক অবসাদ নিয়ে 'গ্যাং অফ ওয়াসিপুর' খ্যাত অভিনেতা বলেন, আমি ঠিকভাবে খেতে পারতাম না। মাথার চুল পড়ে যাচ্ছিলো। কিছুদূর হাটলেই আর নিশ্বাস নিতে পারতাম না। মনে হতো আমি আর বাঁচব না। তবে আমি লড়ে গেছি। এই বিশ্বের দিকে তাকিয়ে লড়ে গেছি এবং এখনও লড়ে যাচ্ছি।'

উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সবশেষ সিনেমা 'ঘুমকেতু'। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাগিনী খান্না। বর্তমান সঙ্কটের কারণে গেল ২২ মে সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ