মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্ইু বছর আগে ক্যালিফোর্নিয়ায় প্রাণঘাতী দাবানলে ৮৪ জনের মৃত্যুর দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের কর্পোরেট সংস্থা প্যাসিফিক গ্যাস এন্ড ইলেকট্রিক (পিজিএন্ডই)। ‘ক্যাম্প ফায়ার’ নামে পরিচিত ২০১৮ সালের ওই দাবানল ক্যালিফোর্নিয়া রাজ্যে ঘটা অগ্নিকাÐগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক ছিল। তাদের ত্রæটিপ‚র্ণ সরঞ্জামের কারণেই ওই দাবানলের স‚ত্রপাত হয়েছিল, আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছে পিজিএন্ডই। শুনানি চলাকালে বিচারক ওই ঘটনায় মৃত প্রত্যেকের নাম উচ্চস্বরে পড়ে কোম্পানির প্রধান নির্বাহীকে শোনান। দোষী সাব্যস্ত এ কোম্পানিকে লাখ লাখ ডলার জরিমানা করা হবে, কিন্তু কাউকে কারাগারে যেতে হবে না বলে জানিয়েছে বিবিসি। ক্যাম্প ফায়ারে যারা মারা গেছেন তাদের অনেকেই বয়োবৃদ্ধ বা প্রতিবন্ধী ছিলেন। এদের অনেককে পুড়ে যাওয়া গাড়ির মধ্যে পাওয়া যায়, পরিবার বা প্রতিবেশীদের সঙ্গে পালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন তারা। অন্যদের তাদের বাড়িতে বা বাড়ির আশপাশে পাওয়া যায়। অনেক বয়স্ক লোক আগুনের ভয়াবহতা বুঝতে না পেরে আগে আগে বাড়ি ছাড়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মঙ্গলবার বিউট কাউন্টির উচ্চ আদালতে নিহত প্রত্যেকের ছবি একটি পর্দায় প্রদর্শন করা হয় এবং পিজিএন্ডই’র প্রধান নির্বাহী বিল জনসন প্রত্যেকটি অনৈচ্ছিক হত্যাকাÐের দায় স্বীকার করে ৮৪ বার বলেন, “দোষী, মহামান্য আদালত।” বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।