Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় দাবানল আতশবাজি থেকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

আতশবাজি পোড়াতে গিয়েই ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের ঘটনা ঘটেছে, এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এল। ক্যালিফোর্নিয়ায় ভয়বাহ দাবানলে নষ্ট হয়ে গিয়েছে ১০ হাজারেরও বেশি একর এলাকা। গত শনিবার দাবানল শুরু হয়। সিএনএন স‚ত্রে খবর, মঙ্গলবার ১৬ শতাংশ আগুন নেভাতে পেরেছে দমকলবাহিনী। এলাকা থেকে সকলকে অন্যত্র সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

নজরদারির ফুটেজে দেখা গিয়েছে, ইউকাইপায় এল দোরাদো রঞ্চ পার্কে একদল মানুষের জমায়েত হয়, যেখানে কয়েকজন শিশুও ছিল। এক দম্পতি তাদের হবু সন্তান কোন লিঙ্গের তা জানাতে জেন্ডার রিভিল পার্টির আয়োজন করেন। ওই পার্টিতে এক অতিথিকে আতশবাজি পোড়াতে দেখা যায়, আর তা থেকেই দাবানল ছড়ায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে দ্য নিউ ইয়র্ক টাইমস স‚ত্রে খবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ