Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভয়ঙ্কর দাবানল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে দেশটির বৃহত্তম দাবানল নেভাতে পারছেন না মার্কিন অগ্নিনির্বাপণকর্মীরা। ওই অঙ্গরাজ্যের একগুচ্ছ পাহাড়ি গ্রামের কাছাকাছি স্থানীয় সময় শুক্রবার বিপজ্জনকভাবে আগুন জ্বলতে দেখা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিজ্ঞানীরা বলছেন- দাবানলটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক কয়েক ডজন দাবানলের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক। আবহাওয়া পরিবর্তনের কারণে বছরের স্বাভাবিক দাবানলের চেয়ে বেশি বিস্তৃত ও সময়ের আগেই জ্বলছে এবারের দাবানলটি। লেডক্সের নিকটবর্তী কৃষক সম্প্রদায়ের আবাস্থলের চারপাশের বনাঞ্চল থেকে ধোঁয়া উঠতে থাকায় সান্তা ফে এলাকা থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে মোরা উপত্যকায় বসবাসরত হাজার হাজার মানুষ এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। প্রবল বাতাসের কারণে গত ৬ এপ্রিল থেকে এক মাইল এলাকাজুড়ে অঙ্গার উড়ে দাবানল ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এতে সাংগ্রে ডি ক্রিস্টো পর্বতমালা এলাকার প্রায় ৩০ হাজার ৩৫১ হেক্টর পুড়ে গেছে, শত শত ঘরবাড়ি ও কাঠামো ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনা-বিষয়ক কর্মকর্তা ও কমান্ডার কার্ল শোপ এক ব্রিফিংয়ে বলেন, ‘সেখানকার পরিস্থিতি খুব ভয়ংকর দেখাচ্ছে। যেভাবে ছড়াচ্ছে, তাতে আগুন নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে।’ দাবানল লাগা এলাকায় দখিনা বাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে আগুন ১৪ হাজার জনসংখ্যার মোরা গ্রামসহ একাধিক গ্রাম এবং লাস ভেগাস শহরের দিকেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। মোরা কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মকর্তা অ্যামেরিক প্যাডিলা প্রয়োজন পড়লে বাসিন্দাদের তাওস ও অ্যাঞ্জেল ফায়ার শহরের দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অগ্নি-বিশেষজ্ঞ স্টুয়ার্ট টার্নার বলছেন- দুই দশকের বেশি সময় ধরে চলমান চরম খরার কারণে বনাঞ্চলের পর্বত ও উপত্যকাগুলো অতিদাহ্যপ্রবণ হয়ে উঠেছে। টার্নার বলেন, ‘আগুন আমাদের ধারণার চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলটি খুবই ভয়ানক।’ এদিকে, মার্কিন বন বিভাগের ওপর খেপেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ—আগুনের ঝুঁকি হ্রাস করার উদ্দেশে ‘নিয়ন্ত্রিত আগুন’ জ্বালিয়েছিল বন বিভাগ, যা থেকে অনবধানতাবশত দাবানল সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মোরা কাউন্টির সাবেক কমিশনার স্কিপ ফিনলে। গাড়িতে মালামাল তুলতে দেখা যাচ্ছিল তাঁকে। তিনি বলেন, ‘মার্কিন বন বিভাগকে জবাবদিহির আওতায় আনা দরকার।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভয়ঙ্কর দাবানল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ