Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘর ছাড়ছেন হলিউড তারকারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ২:৫১ পিএম | আপডেট : ৩:২৪ পিএম, ২৯ অক্টোবর, ২০১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে আরও ৬ লাখ ৫০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই)।

সোমবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিক ঘোষণায় সংস্থাটি জানায়, প্রবল বাতাস ও শুষ্ক জলবায়ুর কারণে দ্রুত নতুন নতুন এলাকা আক্রান্ত হচ্ছে দাবানলে। তাই বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।

এর আগে, রোববার (২৭ অক্টোবর) ৯ লাখ ৭০ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিবিসি জানায়, সোমবার (২৮ অক্টোবর) বিকেলে লস অ্যাঞ্জেলেসের নিরাপদ ও অভিজাত এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ব্রেন্টউডে থাকা তারকাদেরও বাড়ি ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।

আগুনের ভয়াবহতায় সন্ধ্যায় হলিউড অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগার এবং বাস্কেটবল খেলোয়াড় লিব্রন লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়েছেন।

আগুনে এখনো পুড়ছে অঙ্গরাজ্যের সাতটি শহর। এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার হেক্টর কৃষিজমি ও ১০ হাজার স্থাপনা।

গত কয়েকদিনে ১ লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনো রয়েছেন, তাদের সম্পত্তি আগলে না রেখে দ্রুত বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার দমকলকর্মী কাজ করছেন। তাদেরও সর্বোচ্চ সতর্কতায় থেকে কাজ করতে বলা হয়েছে।

গত বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রায় ১০০ জনের প্রাণহানি হয়েছিল, যাদের মধ্যে সাতজন দমকলকর্মীও ছিলেন।

 



 

Show all comments
  • s a masum ২৯ অক্টোবর, ২০১৯, ৩:৫৮ পিএম says : 0
    sample of umol kayama
    Total Reply(0) Reply
  • Torsten ১ এপ্রিল, ২০২০, ২:২৬ পিএম says : 0
    Keep on writing, great job!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়া দাবানল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ