Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিডনিতে ভয়াবহ দাবানল, দৌড়ে পালালো দমকল কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:২২ পিএম
গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটল। ভয়াবহ দাবানলের আগুন থেকে বাঁচতে ভয়ে দৌড়ে পালিয়েছেন দমকল কর্মীরা। ওই আগুন এতোটাই ভয়ঙ্কর ছিল যে, ভিডিওতে দেখলেও যেকেউ শিউরে উঠবে। সিডনিতে ভয়ঙ্কর এই দাবানল এবং তা থেকে বাঁচতে দমকল কর্মীদের দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই বিষয়টি নিয়ে তাদের প্রতিবেদন শুরু করেছে এভাবে- এটা দেখে মনে হতে পারে কোনো একটি দুর্যোগের চলচ্চিত্র। গাছপালার ওপর দিয়ে ভয়াবহ আগুন দ্রæততম গতিতে ছড়িয়ে পড়ছে। আকাশজুড়ে দেখা যাচ্ছে আগুন।
ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও করেছেন এক দমকলকর্মী। ভয়াবহ আগুন থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে ভিডিওটি করেন তিনি। আর এটি দেখে রীতিমতো ভীত হয়ে পড়েছেন অনেকে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য এখন দাবানলে বিপর্যস্ত। অন্তত ১০০টি দাবানল সেখান ছড়িয়ে পড়েছে। এগুলো নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দমকল কর্মীরা।

 



 

Show all comments
  • ** মজলুম জনতা ** ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৯ পিএম says : 0
    এ ভয়াবহ দাবানল থেকে রেহাই পেতে সকল ধর্মবর্নের মানুষ প্রতিপালকের কাছে খ্খমা প্রার্থনা করুন।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিডনিতে ভয়াবহ দাবানল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ