Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলিতে দাবানলে বাস্তুচ্যুত কয়েক শ’ মানুষ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। বাস্তুহীন হয়ে পড়েছেন শত শত মানুষ। বৃহস্পতি ও শুক্রবার দেশটি মধ্যাঞ্চল দিয়ে অতিক্রম করে দাবানলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৪৪টি দাবানল সক্রিয় ছিলো। আর উপকূলীয় এলাকা ভালপারাইসোয় এখনও সক্রিয় আছে আটটি দাবানল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লিমাশ শহর। শহটির মেয়র বলেন, সেখানে ৬০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় ভালপারাইসো অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিলিতে দাবানলে বাস্তুচ্যুত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ