Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারের আদালতে সালমান-করণদের বিরুদ্ধে মামলা দায়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৬:১০ পিএম

মানসিক অবসাদ সইতে না পেরে রবিবার (১৪ জুন) আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু তার মৃত্যুর পরই আঙ্গুল উঠেছিলো বলিউডের বেশকিছু প্রভাবশালী অভিনেতা, প্রযোজক ও পরিচালকের দিকে। এবার সেই অভিযোগে সালমান খান, করণ জোহর, একতা কাপুর এবং সঞ্জয়লীলা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

জানা গিয়েছে, বুধবার (১৭ জুন) ভারতের বিহারের মুজাফফর নগর আদালতে এই নামি বলিউড তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে আইনজীবী সুধীর কুমার ওঝা জানান, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সালমান খান, পরিচালক সঞ্জয়লীলা বানসালী, করণ জোহর এবং একতা কাপুর সহ ৮ জনের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওই আইনজীবীর কথায়, 'জেনে শুনেই এমন পরিবেশ তৈরী করা হয়েছিল। যার কারণে আত্মহননের মতো চরম পদক্ষেপ নেন সুশান্ত!'

অভিনেতার আকস্মিক মৃত্যুতে উত্তাল গোটা ভারত। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তার আত্মহত্যার জন্য বি টাউনের 'নেপোটিজম' কিংবা স্বজনপ্রীতিকেই দায়ী করছেন অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ