Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালক অভিনবের অভিযোগ নিয়ে মুখ খুললেন আরবাজ খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১:৪৫ পিএম

মারা গেছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু তার রহস্যজনক মৃত্যুতে এখন সরগরম গোটা বলিউড। একের পর এক প্রকাশ্যে আসছে ইন্ডাস্ট্রির গোপন সব সত্য। গত দুইদিন আগে সালমান খান ও তার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক অভিনব ক্যাশপ। এবার সেই অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিলেন অভিনেতা আরবাজ খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনবের অভিযোগকে মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন আরবাজ খান। তিনি বলেন, 'দাবাং ২'-এর প্রজেক্টে হাত দেওয়ার অনেক আগে থেকেই অভিনবের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি, সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো ধারণাই নেই।

তিনি এও বলেন, 'খান পরিবারের উপর মিথ্যা অভিযোগের দায়ে অভিনবের বিরুদ্ধে শিগগিরই আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। কেননা তিনি যে অভিযোগ এনেছেন তাতে করে তাদের পরিবারের সম্মান হানি হয়েছে। 'দাবাং' খ্যাত পরিচালকের সকল দাবি মিথ্যা বলেও মন্তব্য করেন আরবাজ খান।

এর আগে পরিচালক অভনিব ক্যাশপ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তার ক্যারিয়ার ধ্বংসের পেছনে খান পরিবার জড়িত। পাশাপাশি তার প্রতিটি প্রজেক্ট নষ্ট করতে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালিয়েছিলেন আরবাজ ও সোহেল খান।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ