Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের মৃত্যুতে হৃদয়গ্রাহী বার্তা দিলেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৯:৩৯ এএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও বাঙালী কন্যা রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে এখন বি টাউনে জোর জল্পনা শুরু হয়েছে। এমনকি তাদের দু'জনের রসায়ন নিয়েও সমালোচনার অন্ত নেই। তবে অভিনেতাকে শেষবারের মতো দেখতে যেমন হাসপাতালে হাজির হয়েছিলেন রিয়া, ঠিক তেমনি সুশান্তের শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিকা কৃতি শ্যানন।

সুশান্ত সিংয়ের অকাল মৃত্যুতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয় মানুষকে নিয়ে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছেন আপ্লুত কৃতি শ্যানন। সেখানে তিনি লিখেছেন, 'সুশান্ত তার হৃদয়ের একটি অংশ নিয়ে চলে গেছেন। আর যে অংশটি নায়িকার সঙ্গে আছে তাতে সারা জীবন বেঁচে থাকবে প্রিয় মানুষটি। যদি সেদিন কেউ তার পাশে থাকত, যদি সে ওই মুহুর্তটি কারোও সঙ্গে কাটাতে পারতে!'

তিনি এও লিখেছেন, 'আমি জানি তোমার মেধাবী মস্তিষ্ক তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রুও। কিন্তু আফসোস তোমার জীবনে এমন একটা মুহুর্ত এসেছিল যেখানে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা বেশি সহজ মনে হলো। তোমার খুশি ও ভালো থাকা নিয়ে কখনোই প্রার্থনা বন্ধ করিনি আর করবও না!'

শোনা যায়, 'রাবতা' সিনেমার শুটিং সেট থেকেই সুশান্ত-কৃতি সম্পর্কে জড়ান। অঙ্কিতা লেখান্ডের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর প্রায় দুইবছর কৃতির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। এরপর অজানা এক কারনে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে সম্পর্কের ছুতো যে আজও রয়ে গেছে তা কৃতির পোস্ট দেখলেই বোঝা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ