Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের জন্মদিনে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১০:৪৯ এএম

বর্তমান সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাড়িতে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী ও পপ তারকা নিক জোনাসও। এই কঠিন সময়েও নিজের মায়ের জন্মদিন ভোলেননি তিনি। আর সেজন্য আগেভাগেই মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন পিগি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে দেখা যাচ্ছে, আগের জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো মুহুর্তের বেশকিছু ছবি দিয়ে একটি ভিডিও তৈরী করেছেন তিনি।

মা মধু চোপড়ার জন্মদিনে পাশে থাকতে না পেরে আপ্লুত এই অভিনেত্রী। তিনি লিখেছেন, 'আমার মেরুদণ্ড, আমার শক্তি আমার অনুপ্রেরণা, আমার সেরা বন্ধু এবং আমার মা। শুভ জন্মদিন মা। আমি তোমাকে খুব মিস করছি, সঙ্গে এই স্পেশাল দিনটাকেও। খুব শিগগিরই আমাদের দেখা হবে। তোমাকে অনেক ভালোবাসি মা!'

প্রসঙ্গত, বলিউডের উঠতি তারকা সুশান্তের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি অভিনেতার অকালে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না এই চিত্রতারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ