Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শাহরুখ-কাজলের পরবর্তী জুটির নাম জানালেন বাদশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৩:২৯ পিএম
বলিউডের সর্বকালের সেরা জুটির মধ্যে একটি শাহরুখ-কাজল জুটি। 'বাজিগর' থেকে শুরু করে 'দিলওয়ালে দুলহানিয়া' প্রতিটি সিনেমায় বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে। অভিনয় তো বটেই, অনস্ক্রীনে এই জুটির রসায়ন দর্শকদের মনে ধরেছে। আর সেকারণেই তাদের বিকল্প হিসেবে এখনও বি টাউনের কোনো জুটিই দর্শকের নজড় কাড়তে পারেননি।
 
বর্তমানে বলিউডে একাধিক তারকা জুটি রয়েছে। এদের মধ্যে দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রার মতো অনেক জুটিই তৈরী হয়েছে। কিন্তু ওই জুটির জায়গা কেউ নিতে পারেনি।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশাকে প্রশ্ন করা হয় তার এবং কাজলের জায়গাটি কে পূরণ করতে পারে? এমন প্রশ্নের উত্তরে শাহরুখ অকপটে জানান, 'তাদের জায়গা নিতে পারে একমাত্র তার ছেলে আব্রাম এবং ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা।'
 
যদিও কিং খানের এমন সহজ স্বীকারোক্তি একবারেই মেনে নিতে পারেননি কাজল। তার কথায়, 'আরাধ্যার চেয়ে তোমার ছেলে আব্রাম অনেকটাই ছোট।' পাল্টা উত্তরে শাহরুখ বলেন, 'ভালোবাসার কোনো বয়স হয়না।'
 
বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন এই কথা শুনে অনেকটা মজার ছলেই বলেছেন, 'মুখে ঘি মধু আর দুধমালাই পড়ুক। আমি চাই ওর কথাটা সত্যি হোক।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ