Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১০০ জন কৃষকের ঋণ পরিশোধ করলেন অমিতাভ বচ্চন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:৪০ পিএম

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। দেশের দুর্দিনে শুরু থেকেই নানাভাবে সাহায্য নিয়ে এগিয়ে আসছেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের ২১০০ জন কৃষকের ঋণ পরিশোধ করলেন শাহেনশা। বিষয়টি নিশ্চিত করেছেন বিগ বি নিজেই।

নিজের মাইক্রো ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, একটি প্রতিশ্রুতি সম্পন্ন। বিহারের কৃষকদের ঋণ বকেয়া ছিলো, তাদের মধ্যে ২১০০ জনকে বাছাই করে ওটিএস (ওয়ান টাইম সেটেলমেন্ট) এর মাধ্যমে জনক ব্যাংকে উপস্থিত হয়ে নিজের হাতে সেটি পরিশোধ করেছেন শ্বেতা এবং অভিষেক।

তিনি আরও লিখেছেন, কর্মহীন হয়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়া কৃষকদের জন্য এটা আমাদের উপহার। এমন তথ্য দিয়ে সাহায্য করার জন্য তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

প্রসঙ্গত, অয়ন মূখার্জির পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শাহেনশা অভিনীত সবশেষ সিনেমা 'বাদলা' সিনেমাটি বক্স অফিসে সুপারহিটের তকমা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ