প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর। ২০১৮ সালে 'ধড়ক' সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন শ্রীদেবী কন্যা। অল্প দিনেই সিনেপ্রেমীদের মনে শক্ত আসন করে নিয়েছেন তিনি। তবে অভিনয়ে পারদর্শী হলেও একসময় হিন্দিতে কথা বলতে রীতিমতো হোঁচট খেতেন এই অভিনেত্রী।
গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা গিয়েছে হিন্দিতে কথা বলতে না পারায় জাহ্নবীকে নিয়ে ঠাট্টা করছেন শ্রীদেবী।
তখনও বলিউডে আত্মপ্রকাশ করেননি জাহ্নবী কাপুর। এক সাংবাদিক সম্মেলনে মেয়েকে সঙ্গে নিয়ে যান শ্রীদেবী। যথারীতি জাহ্নবীকেও প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে হিন্দিতে কথা বলার সময় বার বার হোঁচট খান তিনি।
অবশেষে মেয়েকে উদ্ধার করতে এগিয়ে আসেন শ্রীদেবী। তবে ঠাট্টার সুরে মেয়ের হিন্দি নিয়ে রসিকতা করতেও ভোলেননি অভিনেত্রী। পুরনো এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। মা-মেয়ের খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তবে তাদের একাংশ জাহ্নবীর হিন্দি না জানার বিষয়টি নিয়ে সমালোচনাও করেন।
এদিকে, শরণ শর্মার পরিচালনায় জাহ্নবী কাপুর অভিনীত 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চলচ্চিত্র 'রুহি আফজা'র কাজও তিনি শেষ করেছেন। এছাড়াও জোয়া আখতারের 'ঘোস্ট স্টোরিজ'-এ অভিনয় করবেন এই অভিনেত্রী।
মা-মেয়ের খুনসুটির ভিডিওটি দেখুন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।