Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় পর্দায় ফিরছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৭:৪৫ পিএম
লকডাউনের কারণে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লির বাড়িতে কোয়ারেন্টিনে আছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের পরে তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।
 
বলিউডের চলচ্চিত্র পরিচালক সুজেয় ঘোষ নির্মাণ করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিনেমা 'ব্লাইন্ড'-এর হিন্দি রিমেক। এরই মধ্য দিয়ে আবারও বড় পর্দায় দেখা যাবে 'প্রেম রতন ধন পায়ো' খ্যাত অভিনেত্রীকে। এটি প্রযোজনা করছে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ভাইকোম ১৮।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, লকডাউনের কারণে তিনি ঘরবন্দি। কবে কাজে ফিরবেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন নায়িকা। এমন পরিস্থিতি স্বাভাবিক হলেই কোরিয়ান ছবি 'ব্লাইন্ড'র হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।
 
তিনি যোগ করে আরও বলেন, এই ছবিতে অভিনয় করতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত এবং এর অংশ হওয়ার অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে ছবিটি পুনর্নির্মাণের জন্য সকল আলোচনা সমাপ্ত হয়েছে।
 
প্রসঙ্গত, সুরাজ বারজাতিয়ার পরিচালনায় ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে সবশেষ দেখা যায় সোনম কাপুরকে। এরপরে ২০১৮ সালের ৮ মে স্বামী আনন্দর সঙ্গে গাটছাড়া বাঁধেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ