প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি নেপালের মেয়ে হলেও অভিনয় দক্ষতায় বলিপাড়ায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নানা কারণে সমালোচিত হয়েছেন নায়িকা। এবার নিজ দেশ নেপালকে সমর্থন করে বিতর্কিত হলেন এ চিত্রতারকা।
হিমালয়ের দেশ নেপাল একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। যেখানে লিপুলেখ ও কালাপানিকে দেশটি নিজেদের বলে দাবি তুলেছে। এই মানচিত্র প্রকাশ্যে আসতেই আবারও বিতর্ক শুরু হয়ে গেছে ভারত-নেপালের মধ্যে। যদিও এর সূত্রপাত ঘটেছিলো ২০১৯ সালের শুরুর দিকে।
গেল কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নেপালের সমর্থন করে নিজেকে বিতর্কে জড়ালেন চিত্রনায়িকা।
সম্প্রতি নেপালের ওই মানচিত্রের প্রশংসা করে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন মনীষা। সেখানে তিনি লিখেছেন, আমাদের ছোট দেশ যে তাঁর মর্যাদা ও সম্মান রাখতে পেরেছে, তা সত্যি প্রশংসনীয়।
তিনি আরও লিখেছেন, বর্তমানে দুটি দেশ নিজেদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। যেটি আমাদের কারোরই কাম্য নয়। এই কঠিন সময়ে তিন দেশকে একসঙ্গে বসে বিষয়টির সমাধান করা উচিত!
অভিনেত্রীর এমন পোস্ট মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে৷ নেপাল-ভারত ছাড়াও মনীষা এখানে চীনকে টেনে এনেছেন। আর সেকারণে রোষানলের শিকার হতে হলো তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।