Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জাহ্নবীর বাড়িতে আরও ২ জন করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ৬:০৯ পিএম

মরণঘাতী করোনা ভাইরাসে জাহ্নবীদের বাড়িতে আরও ২ জন গৃহপরিচারিকা আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ মে) চরণ সাধু নামের এক পরিচারক এই সংক্রমণে আক্রান্ত হন। তখন সুরক্ষা নিশ্চিতে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। সেসময় অন্য দু´জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মেলে।

একের পর এক করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন নায়িকার বাবা প্রযোজক বনি কাপুর। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, বনি কাপুর ও তার দুই মেয়ে আপাতত সুস্থ রয়েছেন। তাদের টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে। পাশাপাশি বাড়ির কর্মীরাও ভালো আছেন।

তবে এমন ঘটনার দু´দিন না যেতেই আরও ২ জন করোনায় আক্রান্ত হলেন জাহ্নবীর বাড়িতে। চরণের আক্রান্তের পরেই বাকি দু´জনের লালারস পরিক্ষা করলে তাদের শরীরেও কোভিড-১৯ সংক্রমণের উপস্থিতি মেলে। ইতোমধ্যে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে তাদের পরিবারে আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৩ জনে।

জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুরের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলেও নিয়ম মেনে তারা ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ