Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপাকে কার্তিক সমাধান দিলেন দীপিকা পাড়ুকোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৮:৫৭ পিএম

করোনা ভাইরাসের কারণে বলিপাড়া স্তব্ধ। নেই কোনো শুটিং। স্টুডিও, সিনেমা হল বন্ধ। আর তাইতো অবসর সময় কাটাচ্ছেন শোবিজ তারকারা। প্রায় দুই মাস হতে চললো ঘরবন্দি আছেন কার্তিক আরিয়ান। ফলে চুল-দাড়ি হু হু করে বাড়ছে।

লকডাউনের জেরে সেলুন বন্ধ রয়েছে। তাই নিজের চুল-দাড়ি সাইজ করতে পারছেন না কার্তিক। এ কারণে নাকি অভিনেতার বাড়ি থেকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন কার্তিক আরিয়ান। সেখানে তিনি লিখেছেন, বাড়ি থেকে আমাকে খাবার দেওয়া বন্ধ করেছেন। তারা বলেছে যতক্ষন না পর্যন্ত আমি দাড়ি শেভিং করবে ততক্ষন তারা আমাকে খাবার দিবে না। ভক্তদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেতা বলেন, এখন আমি কি করব?

কার্তিকের ঐ পোস্টে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন লিখেছেন, কার্তিক তুমি তোমার দাড়ি কেটে ফেলো।

এর কিছুসময় পরে দাড়িসহ ও দাড়িছাড়া দুটি ছবি শেয়ার করেছেন কার্তিক। এর ক্যাপশনে লেখেন, সেক্সি নাকি জঙলি, এখনও কনফিউজড! সেখানে এক ভক্ত মন্তব্য করেছেন- এলোমেলোতেই ভালো লাগছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ