Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাই পুলিশকে বিশেষ ধরনের ‘রিস্ট ব্যান্ড’ দিলেন অক্ষয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৪:৪১ পিএম

ভারত জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দিনমজুররা। ইতোমধ্যে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন সম্পদশালী ও তারকারা। দেশের আপদকালীন সময়ে শুরু থেকেই সাহায্য করে আসছেন অক্ষয় কুমার। এবার দুর্যোগ মোকাবিলায় পুলিশদের পাশে দাঁড়ালেন অভিনেতা।

ক´দিন আগেও মুম্বাই পুলিশের মাঝে পিপিই সামগ্রী বিতরণ করেন অক্ষয়। আবারও তাঁদের হাতে বিশেষ ধরনের ১০০০ রিস্ট ব্যান্ড তুলে দিলেন নায়ক। কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত কোনো ব্যক্তি পুলিশের কাছাকাছি ঘেষলেই এই ভাইটাল ৩.০ রিস্ট ব্যান্ডের স্ক্রিনে ধরা পড়বে।

জানা গিয়েছে, বিশেষ ধরনের ভাইটাল ৩.০ রিস্ট ব্যান্ডের প্রস্তুতকারী সংস্থা হলো ‘গোকি’। এর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর অক্ষয় কুমার।

প্রস্তুতকারী সংস্থার দাবী, এই রিস্ট ব্যান্ড করোনায় আক্রান্ত ব্যক্তি প্রাথমিক পর্যায়ে থাকলেও তাকে সনাক্ত করতে সক্ষম। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তাই বিশেষ ধরনের ব্যান্ডটি পুলিশদের উপহার দিয়েছেন অক্ষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ