Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সেরা গায়িকার তালিকায় নেহা কাক্কার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৯:১০ পিএম

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। আট বছরের ক্যারিয়ারে একের পর এক হিট গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন। তবে এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তার কঠোর পরিশ্রমের জন্যই। সম্প্রতি নতুন একটি রেকর্ড গড়লেন এই গায়িকা।

বিশ্বের সব জনপ্রিয় গায়িকাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন ‘ধাতিং নাচ’ খ্যাত গায়িকা নেহা কাক্কার। ২০১৯ সালে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নারী গায়িকাদের মধ্যে প্রথমবারের মতো এ তালিকায় স্থান পেয়েছেন তিনি। এতে করে আরিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশকে পেছনে ফেলে একলাফে এই জায়গায় উঠে এলেন নেহা।

ইউটিউবে ৪.৮ বিলিয়ন ভিউ নিয়ে প্রথম স্থান দখল করেছেন আমেরিকান র‌্যাপার কার্ডি বি। আর এ তালিকায় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ রয়েছেন দশম স্থানে।

উল্লেখ্য, ২০০৬ সালে তিনি টেলিভিশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রতিযোগিতার পর তিনি ২০০৮ সালে মিট ব্রসের সুরে ‘নেহা দ্য রক স্টার’ অ্যালবামের মধ্য দিয়ে সঙ্গীত শিল্পে প্রবেশ করেন। পরবর্তীতে ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ চলচ্চিত্রের "ধাতিং নাচ" গানে কণ্ঠ দেন নেহা কাক্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ