Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে কিং খানের বাজিমাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৬:৫১ পিএম

বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয়ের জন্য সারা বিশ্বে সমাদৃত তিনি। কিং খান অভিনীত অধিকাংশ ছবিই ব্যবসা সফল। এ কারণে তাঁর কদরটা একটু বেশিই। এবার প্রযোজনার জন্য প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ অভিনেতা।

শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর ব্যানারে চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিলো ´কামিয়াব´। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় মিশ্রা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে দীপক দোবরিয়াল ও ইশা তালওয়ার। ছবিটি নির্মাণ করেন হার্দিক মেহতা।

একজন অভিনেতা ক্যারিয়ারের ৫০০ তম ছবি করতে অবসর ভেঙে ফিরছেন। এমনই গল্পে নির্মিত ছবিটি দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ দ্য অ্যালকেমিস্ট উপন্যাসের লেখক পাওলো কোয়েলহো। ভিন্নধর্মী গল্পের ছবি তৈরির জন্য টুইটারে খানকে ধন্যবাদ জানিয়েছেন লেখক। অন্যদিকে পাল্টা টুইটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ নিজেও।

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ´কামিয়াব´। এছাড়া দর্শক মহলেও বেশ প্রশংসিত ছবিটি। কিন্তু পাওলো কোয়েলহোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকের প্রশংসা ছবিটি-কে অন্য মাত্রায় পৌঁছে দিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ