প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লকডাউনে ঘরবন্দি সবাই। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিন মজুররা। ইতোমধ্যে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সম্পদশালী ও শোবিজ তারকারা। কিছুদিন আগে অসহাদের জন্য ত্রাণ সংগ্রহ করতে ভার্চুয়াল ডেট করেছিলেন অর্জুন কাপুর।
এবার অর্জুনের দেখানো পথেই হাঁটলেন ´শুদ্ধ দেশী রোমান্স´ খ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়া। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে ভার্চুয়াল ডেট করবেন পরিণীতি চোপড়া। এরই মধ্যে অনলাইনভিত্তিক ত্রাণ সংগ্রহ সংস্থা ফানকাইন্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন পরিণীতি। সেখানে তিনি লিখেছেন- তুমি বললে কফি, আমি বলব আমার সঙ্গে চলো! ভার্চুয়াল ডেট এ আমার সঙ্গে কফি খেতে চাইলে ফানকাইন্ডে যুক্ত হও। কেননা তোমাদের অনুদানের টাকা চলে যাবে অসহায় দিন মজুরদের খাদ্য সামগ্রী ক্রয়ের ব্যয়ে!
এবারই প্রথম নয়, এর আগেও অনলাইন কনসার্টে অংশ নিয়েছিলেন নায়িকা। করোনা আক্রান্তদের সহায়তায় ´আই ফর ইন্ডিয়া´ কনসার্ট থেকে থেকে ৫২ কোটি রুপি সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।