Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে অঘটন প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৮:৩৮ পিএম

ভারতে চলছে লকডাউন। পুরোদেশ শুনশান, জনমানবহীন। এরই মধ্যে অঘটন ঘটল প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে। বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দেখিয়ে নায়িকার কাকার সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যায়। আর এমন ঘটনার পরপরই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রীর বোন মীরা চোপড়া।

এ প্রসঙ্গে মীরা চোপড়া জানান, দিল্লির পুলিশ কলোনি দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাঁর বাবার বাইক আটকায় দুই ব্যক্তি। ছুরি দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় তারা। রাজধানীতে থেকেও চুরি ও ছিনতাই বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী মীরা চোপড়া।

তবে ঘটনার একদিন পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ঘটনার কথা প্রকাশ করেন মীরা। তবে এফআইআর দায়েরের পরপরই পুলিস উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান মীরা চোপড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ