Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আয়ুস্মান খুরানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৮:৫৯ পিএম

বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ নতুন কিছু নয়। সারাবিশ্বের নানা প্রান্তে এই বিষয় নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন অনেক তারকারা। এর ব্যতিক্রম নয় বি-টাউনও।

গেল বছরের শুরুতে বি-টাউনে ´হ্যাশ ট্যাগ মি টু´ আন্দোলনের কথা মনে আছে নিশ্চয়। অভিনেত্রী তনুশ্রী দত্ত গুরুতর এই অভিযোগের তীর ছুড়েছিলো বলিউডের আরেক শক্তিমান অভিনেতা নানা পাটেকারের দিকে। এরপর একে একে সবাই মুখ খুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন নামি-দামি পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে।

এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুস্মান খুরানা কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে এমন করেছিলেন। সিনেমায় প্রধান চরিত্রে কাজের বিনিময়ে তিনি আমার গোপনাঙ্গ দেখতে চেয়েছিলেন। সেই প্রস্তাবে আমি পাত্তা দেয়নি। এবং আমি যে সমকামী নই সেটাও বলেছি তাকে।

কাস্টিং কাউচের শিকার যে শুধুমাত্র নায়িকারাই নন। এ তালিকায় অনেক নামি-দামি অভিনেতারাও আছেন আয়ুস্মান খুরানার এমন বিস্ফোরক মন্তব্য তাই প্রমাণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ