Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় লোকের বেটির পরে সিরিয়াল কিলার চরিত্রে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১১:৫৮ এএম

বি-টাউনের মডেল ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি ´গেন্দা ফুল´ শিরোনামের রিমিক্স গানের মডেল হয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। এবার দর্শকদের সামনে ´সিরিয়াল কিলার´ চরিত্রে হাজির হলেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

´বড় লোকের বেটি´ খ্যাত মডেল স্বামীর খুনের বদলা নিতে একের পর এক খুন করে চলেন। এমনই থ্রিলার ঘরানোর গল্পে নির্মিত সিরিজটির নাম রাখা হয়েছে ´মিসেস সিরিয়াল কিলার´। এতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। আর পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মোহিত রায়হানকে।

´মিসেস সিরিয়াল কিলার´ সিরিজটি পরিচালনা করেছেন শিরিষ কুন্দর। ইতোমধ্যে সিরিজটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে।

সিরিজের গল্পে দেখা যাবে, জ্যাকুলিনের স্বামী মনোজ বাজপেয়ী তরুনীদের খুন করে বেড়ান। আর সে কারণেই জেল হয় মনোজের। স্বামীকে বাঁচাতে ভিন্নধর্মী পথ অবলম্বন করেন তার স্ত্রী।
মনোজকে দায়মুক্ত করতে একের পর এক অপরাধ করে বেড়ান জ্যাকুলিন ফার্নান্দেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ