Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার অসুস্থতার খবর গুজব বললেন নাসিরউদ্দিনের ছেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৪:০০ পিএম

বলিউডে একদিনের ব্যবধানে দুই নক্ষত্রের পতন। বুধবারে ইরফান খান ও বৃহস্পতিবার ঋষি কাপুর। দুই অভিনেতার চলে যাওয়ার শোক বলিপাড়া এখনও কেটে উঠতে পারেনি। সিনেমা জগতের দুই তারকার মৃত্যুতে কালো মেঘে ঢাকা পড়েছে বি-টাউন।

এসবের মধ্যেই নাসিরউদ্দিন শাহের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি, অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আর তাতেই চিন্তায় পড়ে গেছেন সিনেমা প্রেমীরা।

বাবা নাসিরউদ্দিন শাহের সুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে ভিভান। তিনি বলেন, ‘বাবা সুস্থ আছেন৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে খবরগুলো রটেছে, তার পুরোটাই গুজব৷’

অন্যদিকে অসুস্থতার খবর গুজব বলে উড়ে দিয়েছেন অভিনেতা নাসিরউদ্দিন নিজেও। তিনি জানিয়েছেন, ‘আমি সুস্থ আছি এবং আমার খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ