Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের বিদায়ে মর্মাহত ঢালিউড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৯:৩৫ পিএম

লকডাউনের জনশূণ্যতায় পর পর দুই নন্দিত তারকার বিদায়ে শোকে মুহ্যমান বলিউড। দুজনই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষে পাড়ি জমালেন নতুন ঠিকানায়। বুধবার চির নিদ্রায় শায়িত হলেন ইরফান। আর পরদিন বৃহস্পতিবার সকালে মারা গেলেন ঋষি কাপুর। তাদের অকাল মৃত্যুতে কালো মেঘে ঢাকা পড়েছে বিশ্বের বিনোদন মঞ্চ।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ঢাকায় সিনেমার তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানাচ্ছেন তারা।

ঢাকায় সিনেমার চিত্রতারকা শাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজে লিখেছেন, ‘শান্তিতে ঘুমিয়ে থাকুন, কিংবদন্তী।’

প্রবীন এ অভিনেতার মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করে দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী বলেন, ‘ঠিক একদিনের মাথায় আরেকটি হৃদয়বিদারক খবর! কিছুই বলার নেই।’

ঋষি কাপুরের বিদায়ে মর্মাহত চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি লিখেছেন, ‘তাকে খুব মিস করব। এই দুঃখের সময়ে তাঁর পরিবার, বন্ধু এবং সারা বিশ্বের ভক্তদের প্রতি আমার সমবেদনা।’

আরিফিন শুভ নিজের ফেসবুক ফ্যান পেইজে লিখেছেন, ‘আমি কীভাবে অনুভব করব বা কী বলব জানি না? বিদায়, কাপুর জি..!’

চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘ঘুম থেকে উঠেই মৃত্যুর খবর শুনতে হচ্ছে। আরেকটি নক্ষত্র চলে গেলো আজ। প্রতিদিন এই খবর শুনতে খুব কষ্ট হচ্ছে। পুরো পৃথিবীটা যেন মৃত্যুপুরী হয়ে গেছে। কখন কার ডাক চলে আসে, কেউ জানে না। আল্লাহ আমাদের মাফ করো।’

এ অভিনেতার মৃত্যুতে চিত্রনায়িকা পপি বলেন, ‘আজ আরেকটি তারকা আমাদের ছেড়ে গেলেন। ঋষি কাপুর আমার প্রিয় অভিনেতা ছিলেন। আমি আপনার অধিকাংশ সিনেমায় দেখেছি। বিদায় সুদর্শন অভিনেতা। শ্রদ্ধা ও ভালোবাসা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ