প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে কাপুর পরিবারের রাজত্ব দীর্ঘদিনের। শুরু থেকে আজ অবধি কাপুর পরিবারের সদস্যদের আনাগোনায় ছেয়ে গেছে বলিউড। আর সেই বিখ্যাত কাপুর পরিবারের সঙ্গেই নাকি একাধিকবার দ্বন্দে জড়িয়েছেন বাজরাঙ্গি ভাইজান। পুরোনো শত্রুতা ভুলে কখনও সমাঝোতা করেছেন। আবার কখনও নতুন করে ঝামেলার জন্ম দিয়েছেন তারা। এক্ষেত্রে সম্পর্কের টানাপোড়ান লেগেই ছিলো তাদের দুই পরিবারের মধ্যে।
বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর খবরটা সে কারণেই হয়তো সালমানকে একটু বেশিই নাড়া দিয়ে গেছে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভাইজান। আর তাইতো অভিনেতার বিদায় বেলায় শোকবার্তা জানিয়েছেন, চেয়েছেন ক্ষমাও।
সালমান খান নিজের টুইটার হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন চিন্টু স্যার! অতীতের সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন! পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা!'
উল্লেখ্য, বাবা রাজ কাপুরের পরিচালনায় ১৯৭৩ সালে ‘মেরা নাম জোকার’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন ঋষি কাপুর। ঐ বছরই সিনেমাটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেন অভিনেতা। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে প্রথমবার মূখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।