প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা প্রাদুর্ভাবে মাস খানেকের বেশি হতে চললো শুটিং বন্ধ আছে বলিউডে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দৈনিক পারিশ্রমিকে কাজ করা টিভি ও সিনেমাপাড়ার মানুষেরা। ইতোমধ্যে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বি-টাউনের তারকারা। এ তালিকায় সবার উপরে আছেন সালমান খান। এবার টিভি ও চলচ্চিত্র সহ-পরিচালকদের আর্থিক অনুদান দিলেন এ সুপারস্টার।
সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির টিভি ও সিনেমার সহকারি পরিচালকদের আর্থিক সহয়তা দিয়েছেন অভিনেতা। সালমানের নির্দেশনায় তারই এনজিও ভিত্তিক সংগঠন বিইং হিউম্যান সবার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। এমনটি নিশ্চিত টিভি ও চলচ্চিত্র সহকারী পরিচালক মনোজ শর্মা।
মনোজ তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি দুর্ভাগ্যবশত সালমানের সঙ্গে কখনও কাজ করিনি। এমনকি তাঁর দলের সঙ্গেও না। এই দুর্যোগে তাঁর এই সাহায্য সারাজীবন মনে রাখব।’
গোটা ভারত জুড়ে চলছে লকাডাউন। দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন অসংখ্য মানুষ৷বিপাকে পড়া এসব মানুষদের সাহায্য করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রান তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন সালমান। একই সঙ্গে বিপর্যস্ত মানুষদের ঘরে প্রতিনিয়ত নিত্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বলিউডের এ তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।