প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মরণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বের নানা প্রান্তে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে সবাই যখন ঘরবন্দি ঠিক তখনই সামনের কাতারে দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্য প্রাণও হারিয়েছেন।
মরণঘাতী করোনা মোকাবিলায় ত্রান সাহায্য অব্যাহত রেখেছেন অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি টাকা দান করেছেন খিলাড়ি। মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিংহ টুইট করে খবরটি জানিয়েছেন। এ সময় ধন্যবাদ দিয়েছেন অভিনেতাকে।
পুলিশ কমিশনারের টুইটের জবাব দিয়ে অক্ষয় লিখেছেন, করোনা যুদ্ধে মৃত্যুবরণ করা দুই পুলিশ কনস্টেবলের প্রতি শ্রদ্ধা জানাই। এ দুর্যোগে ভক্তদের এগিয়ে আসার আহ্বান জানান অক্ষয়।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়ে খবরের শীর্ষে উঠে আসেন অক্ষয়। পরবর্তীতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনেও তিন কোটি টাকা দিয়েছিলেন পিপিই কিট কেনার জন্য। শুরু থেকেই বিভিন্ন উপায়ে দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে চলেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।