প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে কার্যত লকডাউন। এতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ধরনের শুটিং কার্যক্রম। এতে বিপাকে পড়েছে দিনমজুর শ্রমিকরা। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেক সেলিব্রিটি। কেউ তাদের অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছেন। কেউ আবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছেন। সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির থালাপতি বিজয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১.৩০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও তিনি ১০ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়া করোনার ফলে ক্ষতিগ্রস্থ ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদেরও অর্থসাহায্য করেছেন তিনি।
এমনকী, অনুরাগীদের কাছেও তিনি আরজি জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে তারা যেন নিদেনপক্ষে একজনকে হলেও সাধ্যমতো সাহায্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।