Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ চীন সাগরে দুই মার্কিন যুদ্ধ জাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

দক্ষিণ চীন সাগরে দুটি যুদ্ধ জাহাজ কার্যক্রম চালাচ্ছে বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। চীন ও মালয়েশিয়ার মধ্যে অচলাবস্থা চলছে এমন একটি এলাকায় মার্কিন যুদ্ধ জাহাজগুলো কার্যক্রম চালাচ্ছে। আঞ্চলিক স‚ত্রের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গত সপ্তাহে চীন সরকারের জরিপ জাহাজ হাইয়াং ডিঝি-৮ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে শনাক্ত হয়। ওই এলাকায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাসের একটি জাহাজও কার্যক্রম চালাতে থাকে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র বিরোধপ‚র্ণ জলসীমায় উত্তেজনাপ‚র্ণ আচরণ বন্ধের আহ্বান জানায় চীন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি করোনাভাইরাসের মহামারির সুযোগ নিয়ে প্রতিবেশিদের উত্ত্যক্ত করছে চীন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র নিকোল সুয়েগম্যান বলেছেন, দক্ষিণ চীন সাগরে ইউএসএস আমেরিকা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিং এবং ইউএসএস বাঙ্কার হিল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ওই অঞ্চলে নৌ চলাচল ও বিমান চলাচলের স্বাধীনতা তদারকির কাজ করছি। তিনি বলেন, ‘আমাদের মিত্র ও তাদের সহযোগীদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’ উল্লেখ্য, জাহাজ চলাচলের বাণিজ্যিক রুট ও খনিজসম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে এই এলাকার ওপর দাবি রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইনের। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ