Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসংখ্যা বৃদ্ধিতে আমার ভূমিকা রয়েছে: শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৭:২৭ পিএম

তারকাদের ব্যক্তি জীবন নিয়ে মুখিয়ে থাকেন ভক্তরা। তারা কখন কি করছেন, কিভাবে সময় কাটছে তাদের। বলিউড বাদশা শাহরুখ খানের ব্যক্তিগত জীবনচর্চা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন অনেক।

বর্তমানে কিং খান দারুণ সময় কাটাচ্ছেন তার তিন ছেলে-মেয়ের সঙ্গে । শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ানের বয়স ২২, মেয়ে সুহানা ১৯ বছরের, আর ছোট্ট আব্রাম সবে ছয়ে পা দিয়েছে । এই তিনজনকে সচারাচর একসঙ্গে পান না বাবা খান । আর তিনি নিজেও বেশ ব্যস্ত মানুষ । সেই না পাওয়াটাই এখন উপভোগ করছেন তিনি। সে কথা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে নিজেই লিখলেন বাদশাহ ।

তিনি লিখেছেন, ‘‘ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে আমার ভূমিকা রয়েছে। তবে আমার তিন সন্তান থাকাটা নিঃসন্দেহে সুখের অভিজ্ঞতা। ওদের সঙ্গেই সময় কেটে যাচ্ছে। ওরা তিনজন আলাদা আলাদা বয়সের । প্রত্যেকের সঙ্গে দু’ঘন্টা করে কাটালেই দিনের অর্ধেক সময় কেটে যায়। বাকি সময় ওদের খেলনা পরিষ্কার করি।’’

আইপিএল হচ্ছে না বলে তার মন খারাপ। তবে পরিস্থিতির সঙ্গে সকলকে মানিয়ে নেওয়ার পরামর্শই দিয়েছেন কিং খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ