Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্তিক আরিয়ানের সাক্ষাৎকারে করোনা নিয়ে অজানা তথ্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৯:১৫ পিএম

করোনা প্রাদুর্ভাবে লকডাউনেও ভারতজুড়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুও। এ অবস্থায় কার্তিক আরিয়ান ভেবেছেন এক অভিনব ভাবনা। এই দুঃসময়ে চিকিৎসক থেকে পুলিশ বা সমাজকর্মীদের সাক্ষাৎকার নিয়ে সরাসরি মানুষের সামনে বাস্তব চিত্র তুলে ধরছেন কার্তিক।

ইউটিউবে বেশ কিছু দিন যাবত ‘কোকি পুছেগা’ একটি সিরিজ চালু করেছেন তিনি। যেখানে করোনা-যুদ্ধে জয়ীদের সাক্ষাৎকার নিচ্ছেন তিনি। এই রোগের প্রকোপ বাড়তেই দেশে করোনার বিষয়ে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভুয়ো তথ্যও। সেই সব তথ্য কতোটা ঠিক সে জন্য ভারতের প্রথম করোনাক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠা সুমিতি সিংয়ের সাক্ষাৎকার নেন তিনি।

এরপরই গুজরাটের এক চিকিৎসক যিনি নিজেই আক্রান্ত হন কোভিড ভাইরাসে সেই মীমাংসা বুচেরও সাক্ষাৎকার নেন কার্তিক।

করোনা সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন তাকে, সত্যিই কি গরমে, উষ্ণতা বাড়লে করোনাভাইরাস ধ্বংস হয়ে যায়? মীমাংসা জবাব দেন, ‘‘এই মত ভুল, এটা গুজব।’’ কার্তিক পরের প্রশ্ন করেন, মদ বা অ্যালকোহলে কি করোনাভাইরাস শেষ হয়ে যায়? ওই চিকিৎসক জানান, এটিও গুজব!

কার্তিকের পরের প্রশ্ন, তাহলে কি চাইনিজ খাবার খেলেও করোনাভাইরাস হতে পারে? হেসে উড়িয়ে দিয়ে মীমাংসা বলেন, ‘এ-ও অবশ্যই এক গুজব!’ একেবারে শেষে কার্তিক ডাক্তারকে প্রশ্ন করেন, কার্তিক আরিয়ান কি আপনার পছন্দের অভিনেতা? হেসে ফেলেন মীমাংসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ