Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বজনপ্রীতি বলিউডের বাস্তবতা : আলেয়া এফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

অভিনেত্রী পূজা বেদীর কন্যা আলেয়া এফ জানিয়েছেন, স্বজনপ্রীতি বলিউডের এক অপ্রিয় বাস্তবতা, কিন্তু তিনি তার অভিষেক চলচ্চিত্র ‘জওয়ানি জানেমান’-এ সুযোগ পাবার জন্য তিনি তার মায়ের পরিচয়কে কাজে লাগাননি। প্রধান ভূমিকায় সাইফ আলি খান এবং টাবুর অভিনয়ে ‘জওয়ানি জানেমান’ চলচ্চিত্রে আলেয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। “স্বজনপ্রীতি বলিউডের বাস্তবতা, আর আমি অকপটে এই কথাটি বলতে পারছি। আমার মনে হয় সবাই স্বজনপ্রীতির স্বরূপ বোঝে, এটি স্বাভাবিকভাবে ঘটে না। বিষয়টি সম্পর্কে সচেতন হলে, তাহলে স্বীকার করে মন দিয়ে কাজ করতে হয়, তাহলেই সব ঠিক হয়ে যায়,” আলেয়া বলেন। “আমার ক্ষেত্রে বলতে পারি এই সুযোগটি অর্জনের জন্য আমি আমার মায়ের পরিচয়কে কাজে লাগাইনি। আমি আর আমার এজেন্সিই এই কাজটি করেছে। আমি নির্দ্বিধায় স্বীকার করছি কোনও নামের সঙ্গে সম্পর্ক থাকলে তা কাজে লাগিয়ে কাজ পাওয়া সহজ নয়,” তিনি আরও বলেন। অভিনয়কে পেশা হিসেবে নেয়া সম্পর্কে তিনি বলেন : “আমি কোন কাজটি ভাল করব তা বোঝার জন্য চার বছর আমি প্রশিক্ষণ নিয়েছি। । সবই নতুন লেগেছে, অসাধারণ সব মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। আমার প্রশিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রচলিত আর ভিন্নধর্মী সব ভূমিকায় অভিনয় করতে চাই।” জি ক্যাফেতে স¤প্রতি তাকে ‘স্টারি নাইটস জেন ওয়াই’ অনুষ্ঠানে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ