Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বলিউডে গান গেয়ে কোনও সম্মানী পাই না : নেহা কাক্কার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

‘গরমি’, ‘আঁখ মারে’, ‘ও সাকি’, ‘দিলবার’ এবং ‘কালা চশমা’র মত গানগুলো গেয়ে নিজের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছেন নেহা কাক্কার। এমন সুপারহিট গান যিনি গেয়েছেন সেই গায়িকাটি জানিয়েছেন মুম্বাই চলচ্চিত্র জগতের জন্য গান গেয়ে কণ্ঠশিল্পীরা খুব কমই কোনও সম্মানী পেয়ে থাকে। একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাতকারে বলেন : “আমরা বলিউডে গান গেয়ে কোনও সম্মানী পাই না। তাদের ধারণা আমাদের গান যদি সুপারহিট হয় তাহলে মঞ্চে পারফর্ম করে আমরা উপার্জন করব।” ৩১ বছর বয়সী শিল্পী আরও বলেছেন : “আমি লাইভ কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠান থেকে ভাল আয় করে থাকি, তবে বলিউডের দৃশ্য অন্য রকম। আমাদের দিয়ে গাওয়াবার জন্য তারা কোনও সম্মানী দেয় না।” নেহাকে আগামীতে র‌্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ‘মস্কো সুকা’ গানটি গাইতে দেখা যাবে। পাঞ্জাবি ও রুশ ভাষায় গানটি গীত। রুশ অংশের কণ্ঠ দিয়েছেন একাতেরিনা সিজোভা। নেহা তার ভাই টোনি কাক্কারের সঙ্গে কয়েকটি দ্বৈত গান গেয়েছেন। এর মধ্যে আছে ‘কার মেঁ মিউজিক’, ‘ঢিমে ঢিমে’ এবং ‘কোকা কোলা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ