Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

তিনবার বিয়ে করেছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:০৭ পিএম

বলিউডের একমাত্র সফল দম্পতি শাহরুখ খান ও গৌরী খান জুটি। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে তাদের প্রেমে। কিন্তু সব চড়াই-উতরাই পেছনে ফেলে ঠিকই একে অপরের জীবনসঙ্গী হয়েছেন সফল এ প্রেমিক যুগল। ২২ বছর ধরে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার।

তবে এবার শাহরুখ ও গৌরীকে নিয়ে মায়ানগরীতে এমন এক খবর প্রকাশ হল, যা শুনে রীতিমতো অবাক হতে হয়৷

গপ্পোটা হল, শাহরুখ ও গৌরীর বিয়েটা প্রথমে কেউ-ই মেনে নিতে পারেননি ৷ একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়ে নিমরাজি ছিলেন গৌরীর পরিবারও ৷ তবে বলে না প্রেমের জয় হবেই! সেটাই হল ৷

জানা গেছে, গৌরীকে প্রায় ৩ বার বিয়ে করতে বাধ্য হন শাহরুখ ৷ প্রথমটা রেজিস্ট্রি বিয়ে, তারপর নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং ৷ গৌরীরই নাকি ইচ্ছে ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছেকেই শাহরুখ পূরণ করলেন নিজের মতো করে৷

এদিকে গৌরীকে প্রচণ্ড ভালোবাসেন বলেই জানিয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি গৌরীকে অনেক ভালোবাসি। কারণ সে খুবই সৎ। তার জন্যই আমি পূর্ণতা পেয়েছি। তার কাছে অনেক কিছু শিখেছি আমি। আমার করণীয় সম্পর্কে সে আমাকে নানা পরামর্শ দেয়। পৃথিবীতে গৌরীই আমাকে সবচেয়ে বেশি জানে ও বোঝে।’



 

Show all comments
  • আশরাফুল ইসলাম খান ১৩ এপ্রিল, ২০২০, ৪:৫৬ পিএম says : 0
    শাহরখ খান ও গৌরী খান এরা আসলে মসুলমান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ