Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মেয়ের পর এবার করোনা আক্রান্তে বলিউড প্রযোজক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৮:১৪ পিএম

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই মেয়ে জোয়া ও শাজা। এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রযোজক করিম মোরানি। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘আর ওয়ান’ এর মতো হিট ছবির প্রযোজককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে।

তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাই মহম্মদ মোরানি। তিনি বলেছেন, ‘আমরা এটাই আশঙ্কা করছিলাম। কারণ তিনি মেয়েদের সঙ্গেই ছিলেন। করিমের রিপোর্ট পজিটিভএসেছে। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে করিম মোরানির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, করিমের বয়স ইতোমধ্যেই ৬০ পার হয়েছে। তাছাড়া এর আগে ও দুবার হৃদরোগেও আক্রান্ত হয়েছিল। বাইপাস সার্জারিও হয়েছে। তাই চিন্তা তো হচ্ছেই।

এদিকে করিমের দুই মেয়েকে দুটো আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর পরিবার চাইছে, ওদের তিনজনকে যাতে একই হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ