প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতজুড়ে ২১ দিনের লকডাউনে বিপাকে পড়েছে দিনমজুর ও অসহায় মানুষগুলো। এবার সেই মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করলেন তিনি। প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে এই সুবিধা দেবেন এই সুপারস্টার। অক্ষয় পত্র ফাউন্ডেশন নামের একটি এনজিও'র সঙ্গে যুক্ত হয়ে এ সহায়তা করছেন ঋত্বিক।
সংগঠনটি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে তাদের পক্ষ থেকে ঋত্বিকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।
অক্ষয় পত্র ফাউন্ডেশনের টুইটের জবাবে ঋত্বিক লেখেন, আমাদের দেশে কেউ যাতে ক্ষুধার্ত হয়ে না ঘুমায়, এটি নিশ্চিত করার শক্তি আপনারা সঞ্চয় করেন, সেটাই কামনা করছি। আপনারাই আসল সুপারহিরো।
এর আগে এ অভিনেতা মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মী এবং অন্যান্য কর্মচারীদের জন্য এন৯৫ এবং এফএফপি৩ মাস্ক বিনামূল্যে সরবরাহ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।