Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অক্ষয়ের ‘মুসকুরায়েগা ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১:৪১ পিএম

করোনা-আতঙ্কে আক্রান্ত ভারতবাসীকে গানের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে এলো বলিউড। অক্ষয়কুমার প্রেজেন্ট করলেন ‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ বলে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় শিল্পীদের। প্রযোজক বাসু ভাগনানির ছেলে অভিনেতা জ্যাকি ভাগনানির মিউজিক লেবেল থেকে প্রকাশিত হয়েছে কৌশল কিশোরের লেখা এই অ্যান্থেম, যেখানে শোনা গেছে বিশাল মিশ্রের কণ্ঠ।

‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ অ্যান্থেমে অক্ষয় ছাড়াও দেখা যাচ্ছে আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর, তাপসী পান্নু, কৃতী শ্যানন, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মলহোত্র, রাকুলপ্রীত সিংহ, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। রয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ানও।

অক্ষয়ের কথায়, ‘অনিশ্চিত দিনগুলো কাটিয়ে উঠে আবার একদিন সকলের মুখে হাসি ফুটবে, এই আশা আর ইতিবাচক চিন্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছি আমরা।’

এই ভিডিওর মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের যাবতীয় উদ্যোগ ও কর্মকাণ্ডের কথাও তুলে ধরা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ