Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে চরম মূল্য দিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

ইরান অথবা এর সমর্থিত গোষ্ঠী যদি ইরাকে মার্কিন সেনাদের ওপর লুকিয়ে হামলা চালায় তাহলের এর জন্য চরম ম‚ল্য দিতে হবে। বুধবার এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ এই করোনা ভাইরাস প্রকোপের মধ্যে ট্রাম্প কেন এমন হুঁশিয়ারি দিলেন তা বিস্তারিত জানা যায়নি। টুইট বার্তায় ট্রাম্প বলেন, তথ্য এবং বিশ্বাসের উপর ভিত্তি করে বলতে পারি ইরান এবং এর সমর্থক গোষ্ঠী লুকিয়ে মার্কিন সেনা অথবা ইরাকে থাকা সম্পদের ওপর লুকিয়ে হামলা করতে চাইছে। যদি তা হয় ইরানকে এ জন্য চরম ম‚ল্য দিতে হবে। এদিকে এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স¤প্রতি ইরাকে ইরান বা এর সমর্থক গোষ্ঠী আবার হামলা চালাতে চায় এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা । এছাড়া স¤প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিও এক গণমাধ্যমে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে উস্কানি দিচ্ছে। আর এসব বিবেচনা করে হয়তো ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। গত বছরের ২৭ ডিসেম্বর ইরাকের কে১ মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তখন প্রায় ৩০টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পরেও ইরাকে মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স।

 



 

Show all comments
  • MonowarHossain ৩ এপ্রিল, ২০২০, ১০:১৪ এএম says : 0
    করোনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ