Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজাকে হারিয়ে শোকাহত সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৬:২৪ পিএম | আপডেট : ৮:১৩ পিএম, ২ এপ্রিল, ২০২০

করোনা প্রাদুর্ভাবে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর লকডাউনের সিদ্ধান্ত সামনে আসতেই স্বপরিবারে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে পানভেলের বাগান বাড়িতে চলে যান সলমন খান। আপাতত সেখানেই বাবা,মা, ভাই, বোনদের সঙ্গে রয়েছেন সালমান।

এই সংকটের সময়ে বলিউড ভাইজান সালমান খানের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তবে সেটা করোনার জন্য নয়। সালমান খানের ভাতিজা আবদুল্লাহ খান মৃত্যু বরণ করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ, তাই প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার। যদিও সালমানের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল।

সোমবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর।

সালমান খানের ম্যানেজার জর্ডি প্যাটেল জানান, লকডাউনের জেরে ভাইপো আবদুল্লা খানের শেষ বিদায়ে হাজির হতে পারেননি সালমান খান। তার জেরেই মন ভেঙে গিয়েছে বলিউড ভাইজানের।

প্রিয় ভাতিজা মৃত্যুতে শোকাহত সালমান ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং নিজের একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, সব সময় তোমাকে ভালবেসে যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ