Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিছু না থাকা মানুষগুলোর থেকে চোখ ফিরাই কিভাবে?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৮:০২ পিএম

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে সম্প্রতি ২৫ কোটির অনুদান দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। খিলাড়ির
এমন অনুদানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ অনুদান নিয়ে স্ত্রী ট্য়ুইঙ্কেল খান্নাকে অক্ষয় কুমার জানান, যখন আমার কিছু ছিল না, তখন থেকে শুরু করেছিলাম। বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে থেকে কীভাবে কিছু না থাকা মানুষগুলোর দিক থেকে চোখ ফিরিয়ে রাখা যায়! কীভাবে সাহায্য না করে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখা যায়! ট্যুইঙ্কেল নিজের সোশ্যাল হ্যান্ডেলে অক্ষয় কুমারের উপলব্ধিই ভক্তদের সামনে তুলে ধরেন।

করোনা মোকাবিলায় তার স্বামী যেভাবে ত্রাণ তহবিলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে গর্বিত বলেও মন্তব্য করেন ট্যুইঙ্কেল।

প্রসঙ্গত, অক্ষের পাশাপাশি সালমান খান, হৃত্বিক রোশন, প্রভাস, রাম চরণ, পবন কল্যাণ-রাও করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ