Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছেদের পর এক ছাদের নিচে ছেলের জন্মদিন পালন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৭:০২ পিএম

করোনা প্রাদুর্ভাবে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এমন ঘোষণার শুরুতে হৃত্বিক রোশনের বাড়িতে হাজির হন সুজান খান। ছেলেদের সঙ্গে একসঙ্গে সময় কাটাবেন বলে প্রাক্তন স্ত্রী সুজানকে নিয়ে নিজের বাড়িতে আসেন বলিউড অভিনেতা।

এ পরিস্থিতিতে হৃত্বিক-সুজানের সম্পর্ক কি ফের জোড়া লাগতে শুরু করেছে, এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে। এসবের মধ্যে ফের ভাইরাল হল রোশন পরিবারের আরও একটি খবর।

জানা যাচ্ছে, ছেলে রেহানের জন্মদিন এবার এক ছাদের নিচে পালন করলেন হৃত্বিক, সুজান। বিচ্ছেদের পর থেকে ছেলের জন্মদিন একযোগে পালন করলেও, এক ছাদের নীচে হাজির হয়ে এই প্রথম রেহানের জন্মদিনের কেক কাটলেন হৃত্বিক রোশন এবং সুজান খান।

শুধু তাই নয়, রেহানের জন্মদিনের কেক কাটার সময় রাকেশ রোশন, পিঙ্কি রোশন, সুনয়না রোশন, পশমিনা রোশন-সহ পরিবারের অন্যদেরও ভিডিও কলের মাধ্যমে সেলিব্রেশনে যোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ