Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের প্রশ্নে সোনাক্ষীর বুদ্ধিদীপ্ত জবাব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা কবে বিয়ে করছেন- এ নিয়ে মানুষের কৌতূহলের সীমা নেই। সামাজিক মাধ্যমে তার ভক্তদের অনেকেই তাদের কৌতূহল নিবৃত্ত করার প্রয়াস পেয়েছেন। এদের মধ্যে কয়েকজন আবার একটু বাড়াবাড়িই করে ফেলেছে। ভক্তদের সঙ্গে সোনাক্ষি ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর সেশনে অংশ নেন। ‘আস্ক সোনাক্ষি’ শীর্ষক এই মিথস্ক্রিয়াতে ভক্তরা তাদের প্রিয় তারকাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। এক ভক্ত প্রশ্ন করেন ‘কবে আপনি বিয়ে করতে যাচ্ছেন?’ আরেকজন জিজ্ঞাসা করে : ‘আপনি কি আপনার স্বামীর নামকেও বিয়ে করবেন?’ (অর্থাৎ বিয়ের পর নামের শেষে তিনি সম্ভাব্য স্বামীর নামের শেষাংশ যোগ করবেন কিনা)। শেষ প্রশ্নের জবাবে তিনি বলেন : “না পুরো স্বামীকে বিয়ে করব শুধু তার নামকে নয়।” তারপর তিনি বলেন, “কোথা থেকে এটা পাব? কেউ একজন বলুন।” পুনশ্চ : “এতো ভাবনা তো বাবা আর ময়েরাও করে না।” মোটা বলে কটাক্ষের শিকার অভিনেত্রীটিকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি জিমে যান কিনা, তিনি বলেন : “ব্যায়াম করি না।” করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কিভাবে সামাল দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন : ”ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেভাবে ছিলাম সেভাবেই আছি।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ